গ্রন্থলোক
রহস্য ও গোয়েন্দা / টিনটোরেটোর যীশু

- টিনটোরেটোর যীশু (Tintorettor Jishu)
- সত্যজিৎ রায় ()
- রহস্য ও গোয়েন্দা
- ফেলুদা
- For All
- Read Now
কলকাতার বাইরে একদিন লালমোহনবাবুর গাড়িতে চড়ে বেড়াতে গিয়ে রাস্তায় ফেলুদাদের সাথে নবকুমার নিয়োগী বলে এক ভদ্রলোকের পরিচয় হয়।
তাঁর গাড়ি মেরামত করতে সাহায্য করায় কৃতজ্ঞতাবশত তিনি ফেলুদাদের বৈকুন্ঠপুরে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান। ফেলুদারা যানও, আর যথেষ্ট যত্নআত্তি পাওয়ার সাথে সাথে সেখানে তাঁদের বিখ্যাত ইটালিয়ান চিত্রশিল্পী টিনটোরেটোর (সঠিক উচ্চারণ তিনতোরেত্তো) আঁকা একটি যীশুর ছবিও দেখা হয়। এত আপ্যায়নের মাঝেও কিন্তু ফেলুদার মনে নিয়োগীবাড়িতে আরও কয়েকজন অতিথির থাকা, আর কিছুদিন আগে বাড়ির পোষা কুকুরটির মৃত্যু নিয়ে খটকা লাগে।
আর সেই সন্দেহ সত্যি প্রমাণিত হয় যখন ফেলুদাদের চলে আসার কিছুদিন পরে সেই নিয়োগীবাড়িতে একটি খুনের সাথে সাথে যিশুর সেই মহামূল্য ছবিটি লোপাট হয়ে যায়।